ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

হাসিনাকে লেখা হলো ‘প্রধানমন্ত্রী’, আ.লীগ নেতার পত্রিকা অফিসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, মে ৯, ২০২৫
হাসিনাকে লেখা হলো ‘প্রধানমন্ত্রী’, আ.লীগ নেতার পত্রিকা অফিসে আগুন পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা: ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালানোর ৯ মাস পরও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে একটি আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।  

বৃহস্পতিবার (৮ মে) খুলনার দৈনিক দেশ সংযোগ পত্রিকায় ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।

পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

এ নিয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষুব্ধ হয়েছেন। সমালোচনা হয়েছে খুলনাজুড়ে। এমনকি ওই পত্রিকার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের নামাজের কিছু সময় পর ৩০/৪০ জনের একটি দল এসে অফিসের শাটারের তালা ভেঙে টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল ও পত্রিকা রাস্তায় বের করে ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। পরে পাশের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা জানা যায়নি।

গত বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরের শিরোনাম করা হয়, ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’। এনায়েতের মৃত্যু স্ট্রোকে হলেও খবরে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের নির্যাতনের শিকার হয়ে আত্মগোপনে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এ নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সরব। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোও বিষয়টি নিয়ে বেশ তৎপর ছিল। বিকেল থেকে অফিসটি তালাবদ্ধ দেখা যায়।  

পত্রিকাটির সম্পাদক ও নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ একটি মামলায় কারাগারে ছিলেন। তবে কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।