ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, আগস্ট ৩০, ২০২৫
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত আব্দুর রহমান: ফাইল ফটো

সিলেট: জেলার সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে বিএসএফের গুলিতে আব্দুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় লাশ ভারতের অভ্যন্তর থেকে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত আব্দুর রহমান (২৫) উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।

বিজিবি ডোনা ক্যাম্পের বরাত দিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার কোনো এক সময় উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আব্দুর রহমানসহ ৪-৫ জন। এসময় ভারতীয় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। ওখানে আজ দুপুর পর্যন্ত লাশ পড়েছিল। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চোরাই পাথে মালামাল আনতে ভারতে ঢুকেন আব্দুর রহমানসহ অন্যরা।  তারা প্রতিনিয়ত অবৈধপথে ভারতে ঢুকেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে প্রবেশ করলে বিএসএফ তাদের ওপর গুলি চালালে আব্দুর রহমান মারা যান। এসময় আরও ৪ জন আহত হয়েছেন। তারা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসেন। আহতরা হলেন- জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত বলেন, আমরা এমন সংবাদ পেয়েছি। লাশ শনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিতের পর হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।