ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, মে ১১, ২০২৫
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় আনন্দ মিছিল

জয়পুরহাট: সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘোষণাকে কেন্দ্র করে জয়পুরহাটে ওয়ারিয়র্স অফ জুলাই জেলা শাখার উদ্যোগে ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাচুর মোড়ে এসে শেষ হয়।

এ সময় পাচুর মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন— ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মিল্লাত জিম, মুখ্য সংগঠক ইফতিয়াক আহমেদ, সদস্য মোরসালিন, মাহীসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য একটি বড় বিজয়। দেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যারা ষড়যন্ত্রের মাধ্যমে অশান্তি সৃষ্টি করতে চাইবে, শক্ত হাতে তাদের দমন করা হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।