চুয়াডাঙ্গায় টানা চতুর্থ দিনের মতো তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রোববার (১১ মে) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রার পারদ সামান্য কমলেও জনজীবনে এর প্রভাব কমেনি। বরং বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্রতর হচ্ছে। বাতাসেও যেন আগুনের হল্কা বইছে।
রোববার সকাল থেকেই রাস্তাঘাট ছিল ফাঁকা। সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবীরা ঘরের বাইরে কম বের হয়েছেন। যারা জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন, তারাও চরম কষ্টের মুখোমুখি হচ্ছেন। এই প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের আয়-রোজগারে পড়েছে বড় ধাক্কা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, তাপমাত্রার পারদ আরও দুদিন থাকতে পারে। তবে মঙ্গলবার (১৩ মে) থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা না কমা পর্যন্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এসআরএস