ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কী আর বলবো, প্রত্যেকটা উপদেষ্টা তো বিদেশি নাগরিক।
তিনি বলেন, উপদেষ্টারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন।
তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এরমধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে, কেউ যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব হবে না, তবে সেই দলের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব না। সুতরাং কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবে তবে হুঁশিয়ারি দিয়ে বলছি ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।
নিজের দলের প্রতি রুমিন ফারহানা বলেন, অনেকেই মনে করেন আওয়ামী লীগ নেই তাই নির্বাচন সহজ হবে। এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে।
আমাদের আগামীর বাংলাদেশ হবে চাল সস্তা, ডাল সস্তা, নিরাপদ রাস্তার বাংলাদেশ। আমাদের আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তা এবং বেকার ভাতার বাংলাদেশ। ঘরে ঘরে দক্ষ জনশক্তি তৈরির বাংলাদেশ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরবি