ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও সরানো হয়নি দুর্ঘটনাকবলিত ট্রেন 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, মে ১১, ২০২৫
৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও সরানো হয়নি দুর্ঘটনাকবলিত ট্রেন  ঝুঁকি নিয়ে পার হচ্ছেন বৃদ্ধ এক ব্যক্তি। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে তেলবাহী খালি একটি ট্রেন দুর্ঘটনাকবলিত হওয়ার ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে পথচারীদের যাতায়াতে বাড়ছে দুর্ভোগ।

 

জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে তেলবাহী খালি একটি ট্রেন শনিবার (১০ মে) দুপুরে ঘোরানোর সময় চালকের ভুলে লাইনচ্যুত হয়েছিল। সামান্যর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল ট্রেনটি। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।  

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিলেন।  

আরও জানা যায়, তেলবাহী একটি খালি ট্রেন ঘুরানোর সময় চালকের ভুলে ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়ে পাশে মাটিতে আটকে যায়। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি ঘর দুর্ঘটনা থেকে রক্ষা পায়।  

৩০ ঘণ্টা অতিক্রান্ত হবার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, চালক রেললাইনের সিগনাল ফলো না করার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং শুধুমাত্র ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। লোকমাস্টারের (চালক) অভাবে দুর্ঘটনারকবলিত ইঞ্জিনটি এতক্ষণ সরানো সম্ভব হয়নি। তবে শিগগিরই তা সরানো হবে।

যাত্রীসাধারণের যাতাযাতের সুবিধার্থে রেলওয়ের অভার ব্রিজটি ব্যবহারের কথা বলেন তিনি।
বিবিবি/এএটি                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।