মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে তেলবাহী খালি একটি ট্রেন দুর্ঘটনাকবলিত হওয়ার ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে পথচারীদের যাতায়াতে বাড়ছে দুর্ভোগ।
জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে তেলবাহী খালি একটি ট্রেন শনিবার (১০ মে) দুপুরে ঘোরানোর সময় চালকের ভুলে লাইনচ্যুত হয়েছিল। সামান্যর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল ট্রেনটি। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিলেন।
আরও জানা যায়, তেলবাহী একটি খালি ট্রেন ঘুরানোর সময় চালকের ভুলে ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়ে পাশে মাটিতে আটকে যায়। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি ঘর দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
৩০ ঘণ্টা অতিক্রান্ত হবার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, চালক রেললাইনের সিগনাল ফলো না করার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং শুধুমাত্র ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। লোকমাস্টারের (চালক) অভাবে দুর্ঘটনারকবলিত ইঞ্জিনটি এতক্ষণ সরানো সম্ভব হয়নি। তবে শিগগিরই তা সরানো হবে।
যাত্রীসাধারণের যাতাযাতের সুবিধার্থে রেলওয়ের অভার ব্রিজটি ব্যবহারের কথা বলেন তিনি।
বিবিবি/এএটি