ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়া নিয়ে সংঘর্ষে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৯, মে ১৩, ২০২৫
কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়া নিয়ে সংঘর্ষে নারী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গাছ থেকে আম পাড়া নিয়ে সংঘর্ষে মমতা বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন।  

সোমবার (১২ মে) বিকেলে উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মমতা বেগম ওই গ্রামের মতিউর রহমানের স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একটি আম গাছ থেকে আম পাড়তে যান মমতা বেগমের ছেলে জিল্লুর রহমান। এসময় কালু মিয়া ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে মমতা বেগম ও তার ছেলে জিল্লুর রহমানের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালান কালু মিয়া ও তার লোকজন। এতে মমতা বেগম ও জিল্লুর রহমান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মমতা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিল্লুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত এবং তার ছেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।