ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

শ্বশুরকে হত্যার দায়ে জামাইসহ ২ জনের মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, মে ১৩, ২০২৫
শ্বশুরকে হত্যার দায়ে জামাইসহ ২ জনের মৃত্যুদণ্ড

খুলনা: খুলনার আড়ংঘাটায় আব্দুর রশিদ ঢালী হত্যা মামলায় জামাই ও তার ছোট ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দৌলতপুর থানা এলাকার মো. শেখ তুজাম শেখের ছেলে মো. শেখ রাশেদ ও  মো. শেখ রকিবুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের ২২ অক্টোবর সন্ধ্যায় মোবাইলফোনে কথা বলতে বলতে আব্দুর রশিদ ঢালী বাড়ি থেকে বের হয়ে যান। রাত ৮টার দিকে মেয়ে তিন্নির ফোনকল দিয়ে তার বাবা জানান, তিনি ফুলবাড়ী গেটে অবস্থান করছেন। তখন তিন্নি তার বাবাকে বাড়িতে দ্রুত আসার জন্য তাড়া দিতে থাকেন। কিন্তু আব্দুর রশিদ বাড়িতে না ফেরায় আবার বাবার ফোনকল দিলে সংযোগ বন্ধ পান। দুই দিন পর পরিবারের লোকজন আড়ংঘাটা থানার তেলীগাতি বাইপাস মহাসড়কের পাশে একটি মাছের ঘেরে আব্দুর রশিদের লাশ পান। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে ২৪ অক্টোবর আড়ংঘাটা থানায় মামলা করেন।

এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।