রংপুরে দিনে-দুপুরে দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে প্রায় ১০০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোরের দল।
বুধবার (১৪ মে) নগরীর লক্ষ্মী জুয়েলার্স নামে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
রংপুর নগরীর ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত বেতপট্টি এলাকার স্বর্ণ মার্কেটে এমন ঘটনায় হতবাক অনেকেই। এ অবস্থায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মেট্রোপলিটন থানার ওসি আতাউর রহমান। তিনি জানান, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয় সেখানে। একজন অফিসার বিষয়টি দেখছেন। নগরীর অন্যান্য সিসি ক্যামেরা চেক করে চোরকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুইজন এবং তিনজন করে দুটি গ্রুপে পাঁচজন নারী তাদের দোকানে প্রবেশ করেন। প্রবেশ করার পর গহনা দেখার নামে তারা সময়ক্ষেপণ করতে থাকেন এবং কর্মচারীদের নানা রকমভাবে ব্যস্ত রাখার চেষ্টা করেন। কয়েকবার তারা গহনা ওয়াসের জন্য বাইরে পাঠায়। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে এক কর্মচারীকে গহনা ওয়াসের নামে বাইরে পাঠিয়ে দোকানে থাকা কয়েকজনকে ব্যস্ত রেখে ক্যাশের পাশে থেকে কৌশলে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যায়। বিষয়টি বিকেল ৩টার দিকে টের পান দোকানের মালিক। পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ঘটনার সত্যতা পান তিনি।
লক্ষ্মী জুয়েলার্সের স্বত্বাধিকারী অনিন্দ বসাক জানান, একদল প্রতারক নারী দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যায়। যেখানে একশ ভরির বেশি স্বর্ণ ছিল। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। সেগুলো উদ্ধারে প্রশাসনের সহযোগিতা দরকার। এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ জুয়েলার্স ব্যবসায়ী সমিতি রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল বলেন, স্বর্ণের দাম বাড়ার কারণে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা অনিরাপদ হয়ে উঠছি। আমাদের এই ব্যবসায় নিরাপত্তা দরকার। নিরাপত্তা থাকলে খুব সহজে এরকম ঘটনা ঘটবে না। রংপুর মহানগরীতে পর্যাপ্ত সিসি ক্যামেরা দরকার।
আরএ