বরিশাল: মাদকসহ আটক হওয়ার পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) ভোরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ ফকির বরিশালের উজিরপুর উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী ফকিরবাড়ি গ্রামের ছিদ্দিক ফকিরের ছেলে।
এদিকে হামলায় আহত তিন পুলিশ সদস্যের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালানো হয়।
আগৈলঝাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মামুন হোসেনের নেতৃত্বে কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিব উপস্থিতিতে অভিযানে ১৬ ইয়াবাসহ রিয়াজ ফকিরকে আটক করে।
এলাকাবাসী জানায়, আটকের পর দুই হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলতে গেলে রিয়াজ হঠাৎ করেই কনস্টেবল কামাল হোসেনকে লাথি মেরে ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেনও।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম বলেন, ওই ঘটনার পর আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিবকে ভর্তি করা হয় এবং এএসআই মামুন হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন, এদিকে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনার পর অভিযান চালিয়ে হাতকড়াসহ শুক্রবার ভোরে উপজেলার ছয়গ্রাম এলাকা রিয়াজকে গ্রেপ্তার করা হয়। এর আগেও অভিযুক্ত রিয়াজের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে এবং সে একটি চিহ্নিত মাদক চক্রের সদস্য বলে জানায় পুলিশ।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পুলিশের পক্ষ থেকে দুইটি মামলা করা হয়েছে।
এমএস/জেএইচ