নীলফামারী: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, আমি ১৮ বছর পর নিজ জেলায় ফিরলাম। অনেক ভালো লাগছে।
শনিবার দুপুরে (১৭ মে) সৈয়দপুরে এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর (সাংগঠনিক জেলা) বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও আব্দুল খালেক।
সভা সঞ্চালনা করেন সৈয়দপুর (সাংগঠনিক জেলা) বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার।
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশকে এক করার প্রতীক। মানুষের জন্য ভালো করলে, দেশের ভালো করলে তিনি সম্মানিত হবেনই।
এলাকাবাসীর উদ্দেশে বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে এ জনপদের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। আমাদের ছেলে-মেয়েরা চাকরি পায়নি। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের পক্ষে সম্ভব সব বৈষম্য দূর করা হবে।
তিনি প্রথমে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফেরার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে ফিরতে পারেননি সাবেক এ সংসদ সদস্য। মিথ্যা মামলায় তাকে দণ্ডিত করে আওয়ামী সরকার।
গত ২২ এপ্রিল আমেরিকা থেকে তিনি বাংলাদেশে আসেন। দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। গত ৮ মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান।
বিকেল ৩টায় ডোমার হাইস্কুল মাঠে বিশাল জনসভার মাধ্যমে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। সন্ধ্যায় তার জন্মস্থান গোমনাতিতে সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আগামী ১৮ মে ডিমলা উপজেলার বিভিন্ন পথসভায় বক্তব্য রাখবেন। বিকেলে ডিমলা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।
জেএইচ