রাজশাহী: প্রেমঘটিত কারণে অভিমান করে বাড়ি ছাড়ার ২০ দিন পর রাজশাহীর তানোরে শিবনদী থেকে চিত্তরঞ্জন পাল (২৬) নামের এক যুবকের বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহের হাড়গোড় উদ্ধার করে।
নিহত চিত্তরঞ্জন পাল রাজশাহীর তানোর উপজেলার সদর পৌর এলাকার হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে। তিনি বিএসসি (অনার্স) পাস করা একজন যুবক। মরদেহ গলে পচে যাওয়ায় তার শরীরের কেবল হাড়গোড় অবশিষ্ট ছিল।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, প্রেমঘটিত বিষয়ে অভিমানে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন চিত্তরঞ্জন। নিখোঁজ হওয়ার পরদিনই তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। আজ সকালে স্থানীয়রা নদীতে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহের হাড়গোড় উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করবেন। মামলা রেকর্ডের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহের ভিসেরা পরীক্ষার জন্য তা উদ্ধার করে পাঠানো হয়েছে।
এসএস/এমজে