ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

যে কলেজে ছাত্র রাজনীতি করা নিষেধ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, সেপ্টেম্বর ১২, ২০২৫
যে কলেজে ছাত্র রাজনীতি করা নিষেধ! শচীন্দ্র ডিগ্রি কলেজের গেটে ছাত্র রাজনীতিমুক্ত লেখা ব্যানার টাঙিয়েছেন শিক্ষার্থীরা

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুড়ায় অবস্থিত শচীন্দ্র ডিগ্রি কলেজটি এর শান্তিপূর্ণ ও সবুজ পরিবেশের জন্য পরিচিত।  

চারদিকে পরিকল্পিত সবুজায়ন, সুন্দর জলাশয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ কলেজে সম্প্রতি শিক্ষার্থীদের উদ্যোগে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

কলেজ গেটে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি ব্যানার টানানো হয়, যা এ সিদ্ধান্তের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে।

কলেজ গভর্নিং বডি, শিক্ষক ও স্থানীয় ছাত্র সংগঠনগুলোর নেতারাও এ পদক্ষেপের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলছেন, কোনো ছাত্র সংগঠন যদি কমিটি গঠন করেও থাকে, তাদের কার্যক্রম অবশ্যই ক্যাম্পাসের বাইরে পরিচালিত হবে।

জানা গেছে, ১৯৯৮ সালে স্থানীয় শিক্ষানুরাগী প্রয়াত শচীন্দ্র লাল সরকার এ কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটিতে তিনটি বিষয়ে অনার্স রয়েছে। প্রায় ৩,৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে এ কলেজে। হবিগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম এ কলেজটি প্রতিষ্ঠার শুরু থেকেই রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখছে।

কলেজ গভর্নিং বডির সভাপতি, রাজনীতিবিদ ও আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, প্রতিষ্ঠাতা কলেজটিকে রাজনীতি-নিরপেক্ষ হিসেবে স্থাপন করেছিলেন। দীর্ঘদিন ধরে এটি রাজনীতিমুক্ত রয়েছে। আমরা চাই, ভবিষ্যতেও তা বজায় থাকুক। কোনো ছাত্র সংগঠন যদি কমিটি গঠন করে, তাদের কার্যক্রম অবশ্যই ক্যাম্পাসের বাইরে পরিচালনা করতে হবে। শচীন্দ্র ডিগ্রি কলেজ

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীও শিক্ষার্থীদের এ উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তারা বলেন, ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে মারামারি বা অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা থাকে। তাই ছাত্র রাজনীতি ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই উত্তম।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, কলেজটিতে আমরা আমাদের কমিটি দিয়েছি। কিন্তু যেহেতু সবাই এটিকে রাজনীতিমুক্ত রাখতে চান, তাই আমরা কমিটিকে কোনো মিছিল-মিটিং না করার নির্দেশনা দিয়েছি। শুধু সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। শচীন্দ্র ডিগ্রি কলেজে রয়েছে বড় একটি দিঘি

এছাড়া জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সোহাগ বলেন, শচীন্দ্র লাল রায় এ কলেজ প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশে। আমরা তার রাজনীতিমুক্ত কলেজ রাখার ইচ্ছাকে সম্মান করি। যদি কোনো শিক্ষার্থী ছাত্ররাজনীতি করতে চান, তাহলে তারা জেলা বা অন্যান্য ইউনিটের মাধ্যমে এটি করবেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।