ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মোংলায় কোস্টগার্ডের বোট ওয়ার্কশপ-স্লিপওয়ে উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, মে ১৭, ২০২৫
মোংলায় কোস্টগার্ডের বোট ওয়ার্কশপ-স্লিপওয়ে উদ্বোধন

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের জন্য নির্মিত বোট (স্পিডবোট) ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (১৭ মে) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দক্ষিণাঞ্চলের একমাত্র এ বোট ওয়ার্কশপ উদ্বোধন করেন।

 

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ওয়ার্কশপ উদ্বোধন শেষে সরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোস্টগার্ডের এ বোট ওয়ার্কশপ বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা ও পরিসেবার মান বাড়াতে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে উপকূল রক্ষায় কোস্টগার্ডের সক্ষমতা আরও বাড়ানো হবে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়,  ২০২৪ সালের ১১ জানুয়ারি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এ বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটগুলোর ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব।  

কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (ইঞ্জিনিয়ার) লেফটেন্যান্ট কমান্ডার আবিদ বিন মঞ্জুর বলেন, বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা, যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা পোর্ট, নৌপুলিশ, বন বিভাগ এবং বিআইডব্লিউটিএ’র নৌযানগুলো মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে বলে আশা করা যায়।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।