মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের সঙ্গে পরনের কাপড় ছাড়া আর কিছু ছিল না।
রোববার (২৫ মে) ভোরে বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল সীমান্তে ৪২ জন ও লাতু সীমান্তে ৭৯ মোট ১২১ জনকে পুশইন করেছে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে আটক করে প্রথমে বিওপিতে নিয়ে যায়। এর পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি বলে জানিয়েছেন।
বিজিবি সূত্র জানায়, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনকে আটক করে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান ১২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে জানান, আটকদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, নারী ও শিশুসহ ১২১ জনকে সকালে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
সূত্র জানায়, ওই বাংলাদেশিরা জীবিকার সন্ধানে বিভিন্ন সময়ে ভারতে যান। তারা কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান এবং মেম্বারদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে। সব নাগরিকের যাবতীয় দলিল এবং পরিচয়পত্র রেখে পুশইন করেছে বিএসএফ।
উল্লেখ্য, পুশইন হওয়াদের সঙ্গে পরনের কাপড় ব্যতীত অন্য কোনো প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী যেমন মোবাইলফোন, টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র কিছুই সঙ্গে ছিল না।
বিবিবি/এসএএইচ