ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

সারাদেশ

অভাবের সংসার, একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিলেন স্বামী-স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, মে ২৬, ২০২৫
অভাবের সংসার, একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিলেন স্বামী-স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভাব অনটন সইতে না পেরে এক দম্পতি আত্মহত্যা করেছেন।

রোববার (২৫ মে) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে আল আমিন (২৫) ও তার স্ত্রী একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে জরিনা বেগম (২০)।  

আল আমিন পেশায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন নিয়ে তারা অনেক কষ্টে ছিলেন। কিস্তিতে কেনা অটোরিকশাটি কয়েকদিন আগে আল আমিন বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। এর জেরে তারা একসঙ্গে আত্মহননের পথ বেছে নেন। রোববার রাতে তারা ‘কেরির ট্যাবলেট’ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ১০টার দিকে দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। পরে রাত ১টার দিকে মৃত্যু হয় আল আমিনেরও।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য  মর্গে রাখা হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।