খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। এ নিয়ে তিন দফায় খাগড়াছড়ির সীমান্ত দিয়ে মোট ১০৪ জনকে ‘পুশ ইন’ করেছে ভারত।
সোমবার (২৬ মে) ভোরে তাইন্দং ইউনিয়নের আচালংপাড়া সংলগ্ন ফেনী নদী হয়ে প্রবেশ করেন। বর্তমানে তারা আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।
স্থানীয় যামিনী পাড়া জোনের কৃষ্ণ দয়ালপাড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে সীমান্তের ফেনী নদী দিয়ে পাঁচটি পরিবারের নারী ও শিশুসহ ১৯ জনকে ‘পুশ ইন’ করেছে ভারত।
ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম জানান, ভোরে বিজিবি নারী ও শিশুসহ ১৯ জনকে নিয়ে আসে। পরে তাদের বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে।
এডি/এএটি