ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

সারাদেশ

সীমান্ত গেট খুলে ৫৪ জনকে বাংলাদেশে পুশ ইন করল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, মে ২৬, ২০২৫
সীমান্ত গেট খুলে ৫৪ জনকে বাংলাদেশে পুশ ইন করল বিএসএফ

ঝিনাইদহ: ভারতের হরিয়ানা ও গুজরাটে বসবাসকারী ৫৪ নারী, পুরুষ ও শিশুকে সীমান্তের গেট খুলে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ।

রোববার (২৬ মে) মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রোববার মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুসুমপুর ও বেনীপুর সীমান্ত দিয়ে পুশ ইনের ঘটনা ঘটে। পরে কুসুমপুর ও বেনীপুর বিওপির পৃথক অভিযানে তাদের আটক করা হয়।  

আটক ৫৪ জনের মধ্যে ১৯ জন নারী, ১১ পুরুষ ও ২৪টি শিশু রয়েছে।

তাদের মধ্যে রয়েছেন লালমনিরহাট সদরের খোরারপুল গ্রামের শাহজাদার ছেলে জাহাঙ্গীর আলম (৩২), জাহাঙ্গীর আলমের ভাই জিয়ারুল (২৩) ও রাসেল (২১), কুড়িগ্রামের নাগেশ্বরী থানার জয়মঙ্গল গ্রামের আইয়ুব আলীর ছেলে ইউসুফ আলী (২৬), একই গ্রামের জাকারিয়া হোসাইন (২৮) ও একই উপজেলার তেলীপাড়া গ্রামের আইয়ুব আলী (৫০), খুলনার দাকোপ থানার কামারখোলা গ্রামের হাকিম সিকদার (৫২), তার ছেলে শাহাজান সিকদার (২১), নড়াইলের কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আপন মল্লিক (৫১) ও একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে মনি হাওলাদার (২৮)।

আটক ব্যক্তিদের বরাতে বিজিবি জানিয়েছে, ভারতের গুজরাট থেকে নিজ উদ্যোগে বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে আসেন ৪৫ জন। পরে গত শনিবার (২৪ মে) তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হন। একপর্যায়ে সীমান্ত পিলার নম্বর ৬২/২-এস এবং ৬২/৩-এস এর মধ্যবর্তী গেট খুলে দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়।  

এদিকে একইভাবে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপি এলাকায় সীমান্ত গেট খুলে দিয়ে নয়জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

আটক ব্যক্তিদের বরাতে বিজিবি আরও জানিয়েছে, গত ২৪ মে ভারতের হরিয়ানা পুলিশ নয়জনকে আটক করে। পরে বাসে করে তাদের মহেশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর সীমান্তের ওপারে বিএসএফ ক্যাম্পে রেখে যায় হরিয়ানা পুলিশ। পরে রোববার বিকেল ৪টার দিকে সীমান্তের ৬২/২-এস এবং ৬২/৩-এস পিলারের মধ্যবর্তী গেট খুলে বিএসএফ ওই নয়জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে তারা বিজিবির হাতে আটক হন।

মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্তের গেট খুলে দিয়ে ৫৪ জনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। পরে তারা বিজিবির টহল দলের হাতে আটক হন। আটক ব্যক্তিরা ভারতের হরিয়ানা ও গুজরাটে বসবাস করতেন। তাদের চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের অধিকাংশই জীবননগর থানার অধীনে আটক হয়েছেন। তাদের জীবননগর থানার মামলায় আসামি করা হতে পারে। মহেশপুর থানার অধীনে আমরা আটজনকে পেয়েছি। তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।