ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট-১ আসনে প্রচারণায় আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, অক্টোবর ২২, ২০২৫
মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট-১ আসনে প্রচারণায় আরিফ সিলেট-১ আসনে দলের মনোনয়নের জন্য আবেদন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট: জনতাকে সঙ্গে নিয়ে সিলেট-১ আসনে দলের মনোনয়নের জন্য আবেদন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, দলের মনোনয়ন বোর্ড বসলে যেন তার প্রতি ন্যায্য বিচার হয়—এটাই প্রত্যাশা।

বুধবার (২২ অক্টোবর) হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে জোহরের নামাজ আদায় করে সিলেট-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আরিফুল হক চৌধুরী।

এ সময় রাষ্ট্র কাঠামো বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত প্রচারপত্র বিলি করেন তিনি।

এরআগে আরিফুল হক চৌধুরীর ‘নির্বাচনী পদযাত্রা’ শীর্ষক বিশেষ প্রচারপত্রও বিলি করেন। এ পদযাত্রায় বিএনপির নেতাকর্মী-সমর্থকসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

পদযাত্রা শুরুতে আরিফুল হক বলেন, যে কোনো নির্বচানী প্রচারণা ওলিকূল শিরোমনি হযরত শাহজালালের (রহ.) দরগাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়। আমার দল থেকে আগামী জাতীয় নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে ধানের শীষের প্রচারণায় নেমেছি।

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন, সবকিছু বিবেচনা করে আমাদের দল চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। আমি সবসময় দলের শৃঙ্খলা মেনে আসছি। ৪৭ বছরের রাজনীতিতে দলের সিদ্ধান্তের বাইরে যাইনি।

তিনি বলেন, আমাদের নেতা বলেছেন- জনগণের সম্পৃক্ততা জনগণের ভালোবাসা যার সঙ্গে থাকবে, তিনি তাকে মনোনয়ন দেবেন। আমার সঙ্গে জনসম্পৃক্ততা কতটুকু আছে, সেটা আজকের প্রচার অভিযান মানুষের ঢল দেখলে বুঝবেন। আমি মনে করি আমার দল যে সিদ্ধান্ত দেবে সেটা মেনে নেব। কারণ আমরা সবাই ধানের ছড়ার ।

এরআগে নগরের কোর্ট পয়েন্টে পদযাত্রা পূর্ব পথসভায় বক্তব্য রাখেন আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, রাষ্ট্রকাঠামো ৩১ দফা প্রচারের মাধ্যমে আমি আনুষ্ঠানিকভাবে সিলেট-১ আসনের একজন প্রার্থী হিসেবে আজকে সাধারণ জনগণের কাছে দাবি তুলছি। আমার দলের কাছে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছি। সিলেটের আপামর জনগণকে আহ্বান করেছিলাম, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে সিলেট-১ আসনে একজন প্রার্থী হিসেবে আমি প্রচারাভিযান করবো। আপনারা দেখেন আজকে শুধুমাত্র প্রচার অভিযানে হাজার হাজার মানুষ এসেছে।

তিনি বলেন, সিলেটের সঙ্গে উন্নয়নবৈষম্য ও বঞ্চনা সব সীমা ছাড়িয়ে গেছে। গতকাল একনেকে বাজেট পাস হয়েছে, সেখানেও সিলেটের নাম নেই। বর্তমানে যে বৈষম্য হচ্ছে, সেটা থেকে বাঁচতে হলে ধানের ছড়ার বিকল্প নেই। কারণ যখন বিএনপি ক্ষমতায় গেছে তখনই সিলেটের উন্নয়ন হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ‘ভিআইপি’কোনো প্রার্থী ঘোষণার প্রস্তাব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

যুক্তরাজ্য গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। তার এ প্রস্তাবের বিকল্প হিসেবে জিয়া পরিবারের কোনো সদস্যকে প্রার্থী করার কথাও বলেছিলেন। সেই সাক্ষাতের প্রায় পাঁচ মাস পর কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে এবার সিলেট-১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশিত আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। পদযাত্রায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজনও অংশ নেন।

সূত্র মতে, ২০১৮ সালে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হলেও জাতীয় নির্বাচনে ধানের শীষ হেরে যায়।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।