ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

সারাদেশ

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে ভারত থেকে পুশ ইন  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, মে ২৬, ২০২৫
হবিগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে ভারত থেকে পুশ ইন   কালেঙ্গা সীমান্ত পিলার

হবিগঞ্জের সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।


 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে বাংলানিউজকে এ তথ্য দেন।
 
তিনি বলেন, আটক সবাই বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন। তাদের ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধরে কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি দিয়ে ঠেলে পাঠায় বিএসএফ।
 
ওসি আরও বলেন, এ ১৯ জন নারী, পুরুষ ও শিশু কুড়িগ্রাম জেলার তিনটি পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারগুলো প্রায় ১৫ বছর ধরে ভারতে ছিল।
 
পুশ ইন করা ১৮ জনের নাম পাওয়া গেছে— তারা হলেন, লোকমান হোসেন (৬৫), কিসমন বেগম (৫৪), ইসলাম হোসেন (২৬), ইসমাইল হোসেন (২৪), আফরোজা বেগম (২৯), জেসমিন আক্তার (২৩), রেশমা বেগম (৫), কাকলি বেগম (২২), শাহজাহান মিয়া (২), নিলুফা বেগম (১১), ওবায়দুর রহমান (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন বেগম (১৪), আবুল মিয়া (৫২), জাহানারা (৪০), আলম মিয়া (১১), রবিউল মিয়া (১৪) ও ছখিনা বিবি (৬০)।
 
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, আটক ব্যক্তিরা কালেঙ্গা সীমান্তে বিজিবির হেফাজতে রয়েছেন। পরে তাদের নিজস্ব ঠিকানামত পাঠানো হবে।

এসআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।