ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

সারাদেশ

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, মে ২৬, ২০২৫
পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত আটক 

পাবনায় শত্রুতার জেরে ছুরিকাঘাতে রনি মণ্ডল (২৪) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ইমন হোসেন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এর আগে রোববার (২৫ মে) রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় রনির মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। তারা খুনি ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।  

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রনি মণ্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আটক ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার রাতে লঞ্চঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ ঘটনার পরপরই রাতে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, এর সঙ্গে কি বিষয় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তথ্য পাওয়া গেছে কোনো পূর্ব বিরোধ ছিল।

ওসি আরও জানান, রামেকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পাবনায় পাঠাবে। তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।