ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা লুট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, জুন ১৩, ২০২৫
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা লুট

খুলনা: খুলনায় বনি আমিন (৩৪) নামে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ১২টার দিকে খুলনার পূর্ব রূপসা এলাকার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বনি আমিন ওই এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বনি আমিনের রূপসা কলেজের পাশে বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকান খুলতে বাধ্য করেন। পরে পিস্তল দিয়ে তার বাঁ পায়ের হাঁটুর ওপর গুলি করেন। যাওয়ার আগে দুর্বৃত্তরা তার ক্যাশে থাকা নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান।

জানা গেছে, বনি আমিন খুলনার শীর্ষ সন্ত্রাসী মীর মামুন গ্রুপের সদস্য ছিলেন। মাদকের টাকা গ্রাহকদের কাছ থেকে বিকাশের মাধ্যমে সংগ্রহ করতেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রাহমান জানান, রাতে এ ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। তবে সকালে তিনি লোকমুখে গুলির ঘটনাটি শুনেছেন। ঘটনা তদন্ত করার জন্য ভিকটিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।