ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

সারাদেশ

ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, জুলাই ২, ২০২৫
ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী: ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে বুধবার (২ জুলাই) ভোরে এক কোটি এক লাখ ২৮ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।  

বিজিবি জানায়, ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্ত এলাকায় বিজিবি টহল দল দেখে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ভর্তি কাটুন ও কয়েকটি গরু রেখে পালিয়ে যান।

বিজিবি সদস্যরা মালামাল ও গরুগুলো জব্দ করে। এগুলোর আনুমানিক মূল্য এক কোটি এক লাখ ২৮ হাজার টাকা। জব্দ হওয়া মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।  

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।