ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

পঞ্চগড়ে এনসিপির পদযাত্রা

পুশ ইন করতে হলে হাসিনা ও তার দোসরদের পাঠান: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, জুলাই ৩, ২০২৫
পুশ ইন করতে হলে হাসিনা ও তার দোসরদের পাঠান: নাহিদ পদযাত্রায় পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থানের পর নতুন দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পঞ্চগড়ে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।  

৩য় দিনের এই পদযাত্রা শেষে এক সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ৫০ বছরে কোনো সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি।

এখনও পঞ্চগড়সহ বিভিন্ন সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এখন প্রেক্ষাপট পরিবর্তনের পর সীমান্তে পুশ ইন করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয়, ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতেই হয় হাসিনা ও তার দোসরদের পাঠান। আমরা তাদের বিচারের আওতায় নিয়ে আসবো। কোনোভাবেই এই পুশ ইন আর মেনে নেওয়া হবে না। আমরা দলমত নির্বশেষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। আমাদের সঙ্গে থাকুন আমরা যেই স্বাধীনতা এনেছি আপনাদের সঙ্গে নিয়ে তা রক্ষা করবো।  

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় চৌরঙ্গী মোড় এলাকায় পঞ্চগড় এনসিপির আয়োজিত পদযাত্রা শেষে এক পথ সভায় একথা বলেন তিনি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, সারাদেশে এনসিপির উদ্যোগে পহেলা জুলাই থেকে শুরু হয়েছে জুলাই পদযাত্রা। আর অভ্যুত্থানের পর থেকে এবং এই পদযাত্রায় আপনাদের এলাকার কৃতি সন্তান এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ের নানা সমস্যা তুলে ধরেছেন। পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা নানা দুর্নীতির অনিয়ম নিয়ে কথা বলেছেন। আমরা চেষ্টা করছি আপনাদের সমস্যা নিয়ে কাজ করতে।

এর আগে সভায় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, পঞ্চগড়বাসীর সমস্যা ইনশাল্লাহ এনসিপির হাত ধরেই সমাধান হবে। পঞ্চগড়বাসীর জন্য বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসেবা সবই এনসিপির হাত ধরেই শুরু হবে আর যা অনিয়ম হচ্ছে তা সংস্কার হবে এবং নতুন অবস্থার তৈরি হবে। আপনাদের এলাকার কৃতি সন্তান সারজিস আলমের হাতকে শক্তিশালী করুন। আগামী ৩ আগস্ট ছাত্র জনতার সামনে আমরা জুলাই সনদ ইনশাআল্লাহ ঘোষণা করবো। আর এই কর্মসূচিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাই।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, পঞ্চগড়ে কোনো মানুষ আহত হলে তাকে রংপুর বা অন্য জেলায় পাঠানো হয়। অনেককে নিয়ে যেতে পথেই মারা যায়। পঞ্চগড়ের মানুষ স্বাস্থ্যসেবাই অবহেলিত। কিছুদিন আগে এখানে পাথর উত্তোলন শুরু হলেও চাঁদাবাজি শুরু হয়েছে। রাতের আঁধারে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে পাথর তোলা হচ্ছে। স্থানীয়দের হুমকির মুখে ফেলা হচ্ছে। এসব কারা করছে আপনারা জানেন। পঞ্চগড়ের চিনিকল চালু হওয়ার কথা ছিল এই বছরেই। কিন্তু কাদের জন্য চালু হয়নি আপনারা জানেন। আগামী ২০২৬ সালেই আমরা পঞ্চগড় চিনিকল চালু চাই। এবং সব অনিয়ম নির্মূল করে সুন্দর একটি পঞ্চগড় জেলা হিসেবে উপহার দিতে চাই।

সারজিস আলম আরও বলেন, অনেক পুলিশ আছে যারা আগে টাকা পরে কথা বলে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। কেউ ভাবেনি হাসিনার মতো ফেরাউনের ৩৬ দিনে পতন হবে। পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নেই। আমাদের সাহস নিয়ে প্রতিবাদ করতে হবে। পঞ্চগড়ে দুর্নীতি, চুরি, বাটপারি বন্ধ করতে হবে। আমরা ঝামেলা করতে চাই না।

দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সবকিছুর পরিবর্তন হলেও পঞ্চগড়ে চাঁদাবাজি দখলদারি বন্ধ হয়নি। কারা করছে আপনারা জানেন। আওয়ামী লীগের সবাই চাঁদাবাজি করে তো ভারতে পালিয়ে গেছে। আপনারা কোথায় পালাবেন। আমরা বলে দিচ্ছি আপনারা পালানোর পথ পাবেন না।

পঞ্চগড়বাসীকে সাক্ষী রেখে বলছি যেই প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে মধ্যরাতের নির্বাচন হয়েছিল। আওয়ামী ভারসেস ডামি নির্বাচন হয়েছে। সেই প্রশাসন ও পুলিশকে সংস্কার না করা পর্যন্ত আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না।

এর আগে এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা বলেন, রাষ্ট্রের পুলিশ বাহিনী ও নিরাপত্তা বাহিনী সবার হয়ে কাজ করবে। কোনো দলের বা পক্ষের হয়ে কাজ করবে না। আমরা এমন ব্যবস্থায় আর ফেরত যাব না যেখানে রাষ্ট্র ব্যবস্থা নিজেই তার নাগরিককে খুন গুম করে।

হান্নান মাসউদ বলেন, এনসিপি সরকার গঠন করলে দেশের দক্ষিণ ও উত্তরের বৈষম্য দূর করবে।

এর আগে, বিকেলে সড়ক পথে গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ে আসনে এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে তারা পঞ্চগড় স্টেডিয়াম থেকে জুলাই পদযাত্রা শুরু করে। পদযাত্রা পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারাসহ জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরাসহ সহস্রাধিক ছাত্র জনতা অংশ নেন। স্লোগানে স্লোগানে ছাত্র জনতাকে উজ্জীবিত করে তোলে। ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। পরে জেলা শহরের চৌরঙ্গী বটতলায় পঞ্চগড় টুনিরহাট রাস্তার ওপর পিকআপভ্যান দাঁড় করিয়ে তার ওপর উঠে একে একে বক্তব্য রাখেন এনসিপির নেতাকর্মীরা। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ওই রাস্তা দিয়ে চলাচল।

এর আগে, জেলার দেবীগঞ্জ উপজেলায় এনসিপির উপজেলা অফিস উদ্বোধন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।  

আগামী শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় ৪র্থ দিনের মত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পদযাত্রা করে ঠাকুরগাঁও ও দিনাজপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা করবেন তারা।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।