ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

সারাদেশ

পটুয়াখালীতে প্রথমবারের মতো ধরা পড়ল ‘আইস’, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, জুলাই ৪, ২০২৫
পটুয়াখালীতে প্রথমবারের মতো ধরা পড়ল ‘আইস’, আটক ৪

পটুয়াখালী: জেলায় প্রথমবারের মতো ধরা পড়ল সিন্থেটিক মাদক ‘ক্রিস্টাল মেথ বা আইস’। বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৮ গ্রাম ‘আইস’ এবং ৭৩ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে।

পটুয়াখালী ও কলাপাড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কলাপাড়ার গঙ্গামতি, ধুলাস্বার এবং কুয়াকাটা পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন, গঙ্গামতির মতি মল্লিকের ছেলে রাসেল মল্লিক (৩২), নুরুল হকের ছেলে আব্দুর রহমান (৩২), ধুলাস্বারের মো. রাকিব (২৯), এবং কুয়াকাটা পৌরসভার বাসিন্দা মেহেদী হাসান (২৫)।  

তারা কেউ হোটেল বয়ের কাজ করেন, কেউ মোটরসাইকেল চালক। তবে চক্রটির পেছনে মূল হোতা রয়েছে বলে ধারণা করছে প্রশাসন।

পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদ বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা প্রেস ক্লাবে এক ব্রিফিংয়ে বলেন, উপকূলীয় নৌপথ ব্যবহার করে মাদক চোরাচালানের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটকদের তথ্য অনুযায়ী, একটি ঘনবসতিপূর্ণ এলাকার আস্তানা থেকে আইস ও ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, ক্রিস্টাল মেথ বা আইস হলো ইয়াবার চেয়েও ভয়াবহ একটি সিন্থেটিক মাদক, যা মানবদেহে কয়েকশ গুণ ক্ষতিকর। এটি সাধারণত শহুরে গডফাদার ও আন্তর্জাতিক চক্রের মাধ্যমেই ছড়ায়। পটুয়াখালীতে প্রথমবার এই মাদক উদ্ধার অত্যন্ত উদ্বেগজনক। এটি এলাকায় মাদকের নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে।

তিনি আরও জানান, আটককৃতরা মূলত সরবরাহকারী চক্রের নিচের স্তরের কর্মী। অভিযান চালিয়ে মূল চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে মহিপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।