ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

ফরিদপুরে কবি আব্দুল লতিফ ভুঁইয়ার ২০তম‌ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, জুলাই ৫, ২০২৫
ফরিদপুরে কবি আব্দুল লতিফ ভুঁইয়ার ২০তম‌ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

বহু গ্রন্থের প্রণেতা‌ ও বিভিন্ন সংগঠনের পৃষ্ঠপোষক‌ কবি আব্দুল লতিফ ভুঁইয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (০৪ জুলাই) সন্ধ্যায়‌ কবি আব্দুল লতিফ ভুঁইয়া ফাউন্ডেশনের আয়োজনে এবং ফরিদপুর সাহিত্য পরিষদের সহযোগিতায় শহরের টেপাখোলায় অবস্থিত কোহিনুর পাবলিক লাইব্রেরিতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

আব্দুল লতিফ ভুঁইয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক‌ আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- ‌ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি‌ অধ্যাপক আলতাফ হোসেন, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান‌ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এবিএম সাত্তার, প্রবীণ ‌হিতৈষী সংঘের সভাপতি ডাক্তার আব্দুল জলিল, ফরিদপুর সাহিত্য পরিষদের ‌ সাধারণ সম্পাদক ‌সাংবাদিক ও সাহিত্যিক‌ মফিজ ইমাম মিলন, খেলাঘর ফরিদপুর শাখার সভাপতি‌ আলতাফ হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর‌ কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, এফ ডি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুর ‌সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্ট্যালিন,‌ লোক সাহিত্য গবেষক‌ খলিলুল্লাহ দিল দরাজ, খেয়া সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি       নিজাম, সাংবাদিক ও সাহিত্যিক বিজয় পোদ্দার, কবি মাহফুজ খান বাদল, জেবা তাবাসসুম নেহা প্রমুখ।  

অনুষ্ঠান পরিচালনা করেন ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।

সভায় বক্তারা ‌কবি আব্দুল লতিফ ভুঁইয়ার জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, ‌ফরিদপুরের সাহিত্য অঙ্গনে‌ আব্দুল লতিফ ভুঁইয়ার অবদান ‌চির স্মরণীয় থাকবে। তিনি শুধু একজন ভালো ‌সাহিত্যিক ছিলেন না ভালো মনের মানুষ ছিলেন। অত্যন্ত সৎ ও সাদা মনের মানুষ ছিলেন। ‌ সব সময় মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন। ফরিদপুরের সাহিত্যাঙ্গনে‌ তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

তিনি অসংখ্য কবি সাহিত্যিকের‌ বইয়ের প্রকাশক ছিলেন। মানুষের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে ‌ ‌ মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া‌ মোনাজাত‌ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তার ছেলে‌ অ্যাডভোকেট‌ গোলাম রব্বানী ভুঁইয়া রতন, ফরিদপুর জেলা‌ বিএনপির সদস্য ‌সচিব‌ এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়ালসহ স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ‌ উপস্থিত ছিলেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।