ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

সারাদেশ

যশোরে বাসের ধাক্কায় দুজন নিহত, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৪, জুলাই ৭, ২০২৫
যশোরে বাসের ধাক্কায় দুজন নিহত, চালক আটক

যশোর: বাসের ধাক্কায় যশোরের মণিরামপুরে ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন ভ্যানযাত্রী।

 

রোববার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে যশোর- সাতক্ষীরা সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) ও গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বাস ও তার চালক আব্দুল গণিকে আটক করেছে পুলিশ।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বাবলুর রহমান খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের অদূরে একটি যাত্রীবাহী ভ্যানকে পেছান থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন ঘটনাস্থলে মারা যান।

তিনি জানান, দুর্ঘটনায় আহত ভ্যানের অপর তিন যাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।  খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা এলাকায় গতিরোধ করে বাস জব্দ এবং চালক আব্দুল গণিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।