ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

সারাদেশ

খুলনায় বৃষ্টির মধ্যে সড়কে কার্পেটিং না করার দাবি নিসচার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জুলাই ৭, ২০২৫
খুলনায় বৃষ্টির মধ্যে সড়কে কার্পেটিং না করার দাবি নিসচার

খুলনা: খুলনা মহানগরীর হাজী ইসমাইল লিংক রোডের ইসলাম কমিশনারের মোড় থেকে মেটোপোল হয়ে বসুপাড়া এতিমখানা পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শেষের পথে। এখন রাস্তায় কার্পেটিংয়ের কাজের প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার।

বর্ষার মধ্যে রাস্তায় কার্পেটিংয়ের কাজ না করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

নিসচার নেতৃবৃন্দ সরেজমিনে গেলে হাজী ইসমাইল লিংক রোডের বাসিন্দা বাসিন্দা আইন ও অধিকার বাস্তবায়ন ফেরামের খুলনা বিভাগীয় সভাপতি এসএম দোলোয়ার হোসেন বলেন, বৃষ্টির মধ্যে কাজ করলে সেটি টেকসই হবে না। আমরা খবর পেয়ে ঠিকাদারকে কাজ বন্ধের দাবি জানিয়েছি।

তিনি জানান, মেসার্স কবির এন্টারপ্রাইজের প্রোঃ মোঃ কবির হোসেন এই রাস্তার কার্পেটিং কাজ করছে।

নিসচার নেতৃবৃন্দ বলেন, বর্ষার সময় রাস্তার কার্পেটিং কাজ করলে শুধু রাষ্ট্র তথা জনগণের অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। কারণ কার্পেটিং এর নিচে পানি থাকার কারণে অল্প কয়েকদিনের মধ্যেই উঠে যাবে এই কার্পেটিং। তাই দাবি একটাই এই বর্ষায় সময় শুধু কন্টেকটারের লাভ হবে আর জনগণের ক্ষতি হবে এমন কাজ না করা। বিষয়টি খুলনা সিটি কর্পোরেশনের সংশিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন নিসচা খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নাসহ কার্যনির্বাহী কমিটির নেতারা।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।