ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

সারাদেশ

স্ত্রীকে হত্যার পর মরদেহ লুকিয়ে রেখেছিলেন বাক্সে, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, জুলাই ১০, ২০২৫
স্ত্রীকে হত্যার পর মরদেহ লুকিয়ে রেখেছিলেন বাক্সে, স্বামী আটক

যশোর: স্টিলের একটি বাক্সের ভেতর থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে যশোরের বাঘারপাড়া থানা পুলিশ।  

পুলিশের ধারণা, সুচিত্রাকে হত্যার পর মরদেহ ওই বাক্সের ভেতর লুকিয়ে রেখেছিলেন তার স্বামী তপন দেবনাথ।

পুলিশ তাকে আটক করেছে।

বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষালনগর গ্রাম থেকে বুধবার (০৯ জুলাই) রাত ১১টার দিকে সুচিত্রা দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, বুধবার সকাল ৬টার দিকে সুচিত্রা দেবনাথকে শেষবারের মতো দেখা যায়। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে তার স্বামী তপন দেবনাথ শহরের উদ্দেশে রওনা হন।  

দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন।  

একপর্যায়ে তিনি নিজ ঘরের টিনের দোচালা বসত ঘরের ভেতরে রাখা কাপড়ের স্টিলের বাক্স খুলে দেখতে পান ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ। তখন তিনি থানায় খবর দেন।  

পুলিশ বলছে, সুচিত্রা দেবনাথকে ধারাল কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়। এরপর মরদেহ লুকাতে স্টিলের বাক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়।  

স্থানীয়দের অনেকেই জানান, সুচিত্রার সঙ্গে স্বামী তপন দেবনাথের পারিবারিক কলহ লেগেই থাকতো।

বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী নিজেই হত্যা করে নাটক সাজিয়েছিলেন। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।