মাগুরা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ বিনির্মাণে লড়াই শুরু হয়েছে। এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার এবং বাংলাদেশের মৌলিক সংস্কার প্রয়োজন।
তিনি বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাগুরায় অনুষ্ঠিত পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমাদের নতুন সংবিধান প্রয়োজন। যে কোন দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশপন্থী একটি রাজনীতি দাঁড় করাতে হবে।
আমাদের দেশে যে সংকটগুলো চলমান আছে গণঅভ্যুত্থানের পরেও আমরা নতুন সংবিধানের অভাবে সেই সমস্যার সমাধান করতে পারছি না।
তিনি বলেন, দেশের মৌলিক সংস্কার, জুলাই সনদ নিয়ে এখনো লড়াই চলছে, নানা তালবাহানা করছে একটি মহল। আমরা আপনাদের বলতে চাই এ ব্যাপারে সোচ্চার হোন।
আপনার এলাকার চলমান চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে সরব হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় যারা শহীদ হয়েছেন সেই রক্তের মর্যাদা দিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন গণতন্ত্র, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের লড়াই। এ লড়াই শেষ হয়নি সেই বার্তাটি আমরা দিতে এসেছি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সাংগঠনক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, নুসরাত তাবাসসুম এবং ডাক্তার তাসনিম জারা।
এসএইচ