ঢাকার নবাবগঞ্জে বজ্রপাতে মো. সানি (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আল মিরাজ (২০) নামে একজন যুবক।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় নিজ বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।
নিহত সানি ওই এলাকার মো. সোহেলের ছেলে। আহত মিরাজ একই এলাকার শেখ জহুরের ছেলে।
জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি মাঠে ফুটবল খেলতে যায় সানি ও আরও কয়েকজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সানি ও আল-মিরাজ গুরুতর আহন হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন। আল মিরাজকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্বাস্থ্য কমপ্লেক্সটির কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান ঘটনার এতথ্য নিশ্চিত করেছেন।
এসআরএস