খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার মুসলিমপাড়া এলাকায় পাহাড়ের ঢালুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম দিবালা ত্রিপুরা (৪৫) এবং আহত ব্যক্তি নাম শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১), তিনি মোটরসাইকেল চালক। হতাহতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি মাটিরাঙ্গা জোনের সেলাই প্রশিক্ষণকেন্দ্রের সামনে এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও নারী আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দিবালাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।
এডি/এসআরএস