ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

সারাদেশ

সিলেটে চা দিতে দেরি হওয়ায় দোকান কর্মচারী খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, জুলাই ১৩, ২০২৫
সিলেটে চা দিতে দেরি হওয়ায় দোকান কর্মচারী খুন সিলেটের ম্যাপ।

সিলেট: সিলেটে চা দিতে দেরি হওয়ায় কাস্টমারের ছুরিকাঘাতে রুমন আহমদ (২৬) নামে এক চা দোকান কর্মচারী খুন হয়েছেন।

রোববার (১৩ জুলাই) সকালে নগরের কাজির মাছ বাজারের পাশে অবস্থিত একটি ছাপড়ি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

চা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রুমন দক্ষিণ সুরমার জালালপুর বাজার এলাকার মৃত তকলিছ আলীর ছেলে। তিনি কাজির মাছ বাজারসংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে অজ্ঞাতনামা এক কাস্টমার নিরু বাবুর দোকানে এসে চা চান। চা দিতে দেরি হওয়ায় ওই কাস্টমারের সঙ্গে রুমনের কথা-কাটাকাটি হয়। দোকান মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কিছুক্ষণ পর সেই কাস্টমার আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দোকানে ফিরে এসে রুমনের ওপর অতর্কিত হামলা চালান। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। আহত অবস্থায় রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।