মাদকবিরোধী অভিযানের আগে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ফারুক হোসেন নামে ডিবির ওই সদস্যকে (কনস্টেবল) ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ছগির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানা ও মহানগর ডিবি পুলিশের একটি যৌথ দল নগরীর কেডিসি আব্দুর রাজ্জাক কলোনীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক বিক্রেতাকে আটক করা হলেও কোনো ধরনের মাদক উদ্ধার করা সম্ভব হয়নি।
তদন্তে উঠে আসে, অভিযানের আগে ওই এলাকার এক নারী মাদক বিক্রেতাকে ফোন করে অভিযান সম্পর্কে তথ্য জানিয়ে দিয়েছিলেন ডিবির কনস্টেবল ফারুক হোসেন। ফোন পাওয়ার পরপরই ওই নারী আশপাশের অন্যান্য মাদক ব্যবসায়ীদের সতর্ক করে দেয়। এতে সবাই তাদের মাদকদ্রব্য সরিয়ে ফেলে এবং দ্রুত স্থান ত্যাগ করে। ফলে পুরো অভিযানটি কার্যত ব্যর্থ হয়ে যায়।
ঘটনার পর অভিযানের গোপনীয়তা ভঙ্গের অভিযোগ ওঠে কনস্টেবল ফারুকের বিরুদ্ধে। অভিযানের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে শুরু হয় অভ্যন্তরীণ তদন্ত। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফারুক হোসেনকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএস/এমজে