সাতক্ষীরা: লেকভিউ রাগবি সেভেনস ট্রফিতে নড়াইলকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা দল।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নড়াইল জেলা দলকে ২৪–০ পয়েন্টে পরাজিত করে স্বাগতিক সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন এস এম শামীম, আব্দুল কাদের সুমন, প্রশান্ত ক্যালকাটা ও মুজাহিদুল ইসলাম। ধারাভাষ্য দেন আরিফ শাহাদাত আরমান ।
এরই মধ্যদিয়ে পর্দা নামে সাতক্ষীরায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান।
এসময় সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি সাইফুল ইসলাম, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, সাজেক্রীসের নির্বাহী সদস্য ডা. আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেক্রেটারি মো. কামরুজ্জামান রাসেল, জেলা রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আল-ইমরান প্রমুখ।
দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, নীলফামারী, গোপালগঞ্জ ও যশোরসহ বাংলাদেশের ছয়টি জেলা অংশ নেয়।
এমআরএম