খুলনা: খুলনার আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
খুলনা রেলস্টেশন মাস্টার জাকির হোসেন বাংলানিউজকে বলেন, আফিলগেটে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে দেশের সাথে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠলে স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময়ে ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায়। ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়। ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার ষ্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন।
খুমেক হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডাঃ আশরাফ হোসেন বলেন, এ পর্যন্ত আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আনুমানিক ৬০/৬৫ বছর বয়স্ক এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ জরুরি বিভাগে পড়ে আছে। তার কাছে থাকা মোবাইলে রিং আসলে তার স্বজনরা হাসপাতালে আসার কথা জানিয়েছেন।
এমআরএম