ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

সারাদেশ

মব সৃষ্টির প্রতিবাদে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০২, জুলাই ১৫, ২০২৫
মব সৃষ্টির প্রতিবাদে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
 
সোমবার (১৪ জুলাই) বিকেলে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


 
নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তব্য দেন- মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সহ-সভাপতি কামরান আহমেদ, জুবায়ের হোসেন লিলু, এনামুল কবির চৌধুরী সুহেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মো. আবদুল্লাহ, খায়রুল ইসলাম দোয়েল, আজহার আলী অনিক, শহীদুল ইসলাম অপু, জহিরুল ইসলাম আলাল, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
 
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ’ গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দীর্ঘদিন ধরে দেশের ভেতরে  গোপন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের মাধ্যমে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত। ’
 
নেতারা বলেন, ’দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। সরকারকে আজকের কর্মসূচির মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই-এই অপচেষ্টার বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। ’
 
সমাবেশে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।