মাগুরা: সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ভায়না মোড়ে বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিএনপির সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। যাতে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার নিয়ে লড়াই করেছিল। সেই ভোটের অধিকার যাতে আর প্রতিষ্ঠিত হতে না পারে সেই ষড়যন্ত্রে মেতেছে কিছু রাজনৈতিক দল।
সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, সদস্য নাজমুল হাসান লিটন এবং আব্দুর রহিম।
এসএইচ