ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, অক্টোবর ২০, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর হাতে শাশুড়ি খুন আলামত সংগ্রহ করছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া: পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে পিঠিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ লিপি আক্তারের (২৭) বিরুদ্ধে।

রোববার (১৯ অক্টোবর) রাতে উপজেলার পৌরশহরের আসাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত পারুল ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী। ঘটনার পরপরই পুলিশ পুত্রবধূ লিপি আক্তারকে (২৭) আটক করেছে।  

পুলিশ জানায়, লিপির বিয়ের পর থেকেই তার সঙ্গে পারুল বেগমের দ্বন্দ্ব চলছিল। রোববার রাতে লিপি তার মেয়েকে পড়ানোর সময় পারুল বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারুলের হাতে থাকা হাতুড়ি ছিনিয়ে নিয়ে তার (শাশুড়ি) মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন লিপি। এতে পারুল বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ ঘর থেকে বের করে দরজার সামনে রেখে লিপি চিৎকার করে বলেন যে তার শাশুড়িকে বাইরের লোকজন এসে হত্যা করে চলে গেছে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য লিপিকে আটক করলে তিনি হত্যার কথা স্বীকার করেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।