নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত বিওপি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ী সীমান্ত এলাকায় ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে নব নির্মিত বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।
এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।
পরে উপস্থিত বিজিবির সদস্যের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণ দেন তিনি।
উদ্বোধনী ভাষণে রিজিয়ন কমান্ডার সব সদস্যকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
এস এম জাহিদুর রহমান বলেন, সীমান্তকে সুরক্ষিত রাখার মহান রথ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিনিয়ত তার সক্ষমতা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় বড়বাড়িতে নতুন এই বিওপির কার্যক্রম শুরু করা হলো। এই বিওপির কার্যক্রম এর মাধ্যমে অত্র এলাকায় নারী ও শিশুসহ মানব পাচার রোধে চোরাচালান দমনসহ সব সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এলাকাবাসীসহ স্থানীয় ও গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন এই কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
আরএ