চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিটি জব্দ করে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক আবু হানিফ সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানান, মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের আছর আলীর বাঁশঝাড়ে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান এবং এক রাউন্ড গুলি পাওয়া যায়।
বিজিবি আরও জানায়, জব্দ করা অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা দেওয়া হবে।
এসআই