ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

সারাদেশ

নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, জুলাই ১৭, ২০২৫
নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার পিটু, ফাইল ফটো

নওগাঁ: নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১৬ জুলাই) রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়ার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
 
খোদাদাত খান পিটু শহরের চকদেব পোস্ট পাড়ার মৃত আব্দুল হাই খানের ছেলে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, পিটুর নামে বিএনপির অফিস ভাঙচুর এবং পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত আড়াইটার দিকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।