ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে আওয়ামী লীগের ছয়জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, জুলাই ২০, ২০২৫
মেহেরপুরে আওয়ামী লীগের ছয়জন গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের তিনটি থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেফতার করেন।

এদের মধ্যে গাংনী থানা পুলিশ চারজন, মুজিবনগর ও সদর থানা পুলিশ একজন করে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, একই ইউনিয়নের ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আল মামুন, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আসাদুল হক, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, মেহেরপুর শহরের আওয়ামী লীগ নেতা অঙ্কুর হোসেন ও মুজিবনগরের মোনাখালি ইউনিয়ন ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক শেখ আবু সাঈদ।

পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তাদেরকে রোববার (২০ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।