ফেনী: ফেনীতে নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে হান্নান হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হোম প্লাস সংলগ্ন ভববনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান হোসেন নোয়াখালীর চর জব্বর উপজেলার উত্তর সুবর্ণচর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিগত দুই থেকে তিন বছর ধরে নির্মাণাধীন ওই বহুতল ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছিলেন হান্নান হোসেন। সোমবার সকাল ৯টার দিকে তিনি দশম তলায় ছাদের সেন্টারিং খোলার কাজ করছিলেন৷ এ সময় অসতর্কতাবশত হঠাৎ তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনা শুনেছি। তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচডি/জেএইচ