ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

সারাদেশ

ফের ডুবতে শুরু করেছে ফেনীর উত্তরাঞ্চল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, জুলাই ২১, ২০২৫
ফের ডুবতে শুরু করেছে ফেনীর উত্তরাঞ্চল বৃষ্টিতেই ফুঁসে উঠছে মুহুরী নদীর পানি।

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফুঁসে উঠছে মুহুরী নদীর পানি। বাঁধের ভাঙা স্থান দিয়ে ঢুকছে বানের পানি।

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে জনপদ।  

ডুবতে শুরু করেছে পরশুরামের পশ্চিম অলকা, পূর্ব অলকা, নোয়াপুর ও চিথলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। বানের পানি ডুকছে ফুলগাজীর কিছু এলাকাতেও।

আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ৯টার আগের ৩ ঘণ্টায় ফেনীর পরশুরামে পানি সমতল ৩২১ সেন্টিমিটার বেড়েছে; যা বর্তমানে বিপৎসীমার ১৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (পরশুরামে সকাল ৯টায় পানি সমতল ১০.৮৩ মি.)।

আগামী ৬ ঘণ্টায় পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।  

এদিকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত: পরশুরাম ৬০.৫ মিলিমিটার, ভারতের বিলোনিয়ায় ৪১.৮ মিলিমিটার। ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

পরশুরামের পশ্চিম অলকার বাসিন্দা মাসুম বলেন, হঠাৎ করেই নদীর পানি বাড়তে থাকে। গত কয়েকদিন আগে বন্যায় ভাঙন স্থানে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে ফের প্লাবিত হচ্ছে বসতি।  

মাসুম আরও বলেন, ফের ডুবে গেছে তাদের বাড়িও।

এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।