ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

সারাদেশ

পঞ্চগড়ে ২৮ ভুয়া মামলা নিষ্পত্তি, মুক্তি পেলেন ৩ হাজার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, জুলাই ২২, ২০২৫
পঞ্চগড়ে ২৮ ভুয়া মামলা নিষ্পত্তি, মুক্তি পেলেন ৩ হাজার আসামি নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পিপি অ্যাডভোকেট আদম সূফি

পঞ্চগড়: পঞ্চগড়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা ২৮টি মিথ্যা মামলা বাতিল (নিষ্পত্তি) করেছেন আদালত। এতে দীর্ঘদিন পর হয়রানির হাত থেকে রক্ষা পেয়েছেন এসব মামলার প্রায় তিন হাজার আসামি, যাদের মধ্যে বিএনপি নেতাকর্মীর সংখ্যা প্রায় দুই হাজার।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি চত্বরে পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিপি অ্যাডভোকেট আদম সূফি।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভিত্তিহীন মামলা করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর আইনি পর্যালোচনা শেষে মিথ্যা ২৮টি মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় দ্রুত এসব মামলা নিষ্পত্তি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের পর গতি আসে আইনি প্রক্রিয়ায়। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিচার বিভাগ, আইন মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন যৌথভাবে মামলাগুলো পর্যালোচনা করে। অনেক মামলায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সাধারণ মানুষকেও আসামি করা হয়েছিল। এসব মামলার কারণে অনেকেই পড়েছেন চরম দুর্ভোগে। তাদের পেশা, জীবনযাত্রা, সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা মুক্ত- এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। অনেক মানুষ জানেন না, তাদের নামে থাকা মামলা নিষ্পত্তি হয়ে গেছে। তাই এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জনগণকে বিষয়টি জানাতে চাই, যেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, এপিপি আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন।

এছাড়া জেলার গণমাধ্যমকর্মী ও আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফি জানান, এ ২৮ মামলার প্রায় তিন হাজার আসামির মধ্যে প্রায় দুই হাজারের মতো বিএনপি নেতাকর্মী। বাকিরা সাধারণ মানুষ।  

এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বাংলানিউজকে বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বিচারবিভাগ ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। যে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি বা বাতিল করা হয়েছে- সেসব মামলার আসামিরা একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। তবে এমন আরও মামলা রয়েছে। যেগুলোর কারণে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এখনো হয়রানির শিকার হচ্ছেন, লুকিয়ে বেড়াচ্ছেন। আশা করব, সেসব মিথ্যা ও হয়রানিমূলক মামলাও তদন্ত সাপেক্ষে দ্রুত নিষ্পত্তি বা বাতিল করা হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।