ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

সারাদেশ

যুদ্ধবিমান বিধ্বস্ত: ৭ম শ্রেণির ছাত্র সামিউলের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, জুলাই ২২, ২০২৫
যুদ্ধবিমান বিধ্বস্ত: ৭ম শ্রেণির ছাত্র সামিউলের দাফন সম্পন্ন সামিউলের জানাজা ও বল হাতে সামিউল।

বরিশাল: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে।  

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও খন্তাখালি দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্তসহ-সুপার হাফেজ মাওলানা আব্দুল জাব্বার।  

জানাজা নামাজে বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান মুক্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  

নামাজের আগে ছেলের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত সামিউলের বাবা রেজাউল করিম শামীম।  

জানাজা শেষে সামিউলের নানার বাড়ি দেশখাগকাটা গ্রামের নানা বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।  

পারিবারিক সূত্রে জানা গেছে, সামিউল করিম সামীরের পৈতৃক নিবাস ছিল মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের রুকুন্দি গ্রামে। তবে নদীভাঙনে তার বাড়ি বিলীন হয়ে যাওয়ায় পরিবারটি রাজধানীর উত্তরায় বসবাস করছিল। সামিরের বাবা রেজাউল করিম শামীম একজন ব্যবসায়ী এবং মা রেশমা বেগম মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সামির এক ভাই ও এক বোনের মধ্যে ছোট। সে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সামিউল করিম সামীরের নানা প্রয়াত মোস্তফা কামাল ছিলেন চাঁনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

সামিউলের স্বজন আবু জাহের মাল বলেন, আমারা সামিউলকেকে যেভাবে হারিয়েছি আর যেন কাউকে হারাতে না হয়। সরকারের কাছে আবেদন জনবসতিপূর্ণ জায়গায় এভাবে প্রশিক্ষণ বিমান চালানো অন্যায়। আমাদের সবচেয়ে আদরের মানুষটিকে আজ হারালাম।

এদিকে ছোট্ট সামিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার ও স্বজনরা। আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব-সহপাঠী ও শোকাহত এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে তার রুহের মাগফিরাত কামনা করে শেষ বিদায় জানান।

এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।