বাগেরহাট: ফাতেমা আমাদের কলিজার টুকরা ছিল। ছোটবেলা থেকেই ঢাকায় থাকত মায়ের সঙ্গে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামে ফাতেমার দাদা বাড়ির উঠানের দৃশ্য এটি। উঠান ভরা লোকজন। সবার চোখে মুখে শোকের ছায়া। স্বজন হারানোর কষ্টে চোখের পানি ফেলছেন তারা।
সোমবার দুপুরে উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার (৯)। মঙ্গলবার (২২ জুলাই) সকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামে পৌছায় ফাতেমার মরদেহ। নিহত ফাতেমা কুয়েত প্রবাসী বনি আমিন ও গৃহবধূ রুপা দম্পতির বড় মেয়ে। মৃত্যুর খবর পাওয়ার পরেই বাড়িতে আসেন কুয়েত প্রবাসী বনি আমিন। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার বড়। মায়ের সঙ্গে তারা ঢাকায় থাকত।
সকালে লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। তার চাচা, খালা, মামা ও প্রতিবেশীরা ফাতেমাকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী কুনিয়া কওমী মাদরাসা মাঠে নামাজে জানাজা হয় ফাতেমার। জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয় তাকে। ছোট্ট এই শিশুর নামাজে জানাজায় তার স্বজনসহ স্থানীয় সহস্রাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।
একমাত্র মেয়ে ও প্রথম সন্তানকে হারানোর শোকে নির্বাক হয়ে পড়েছেন মা-বাবা। দাফন সম্পন্ন হওয়ার পর থেকে ফাতেমার নির্বাক বাবা-মা ঘরের ভেতর আলাদা আলাদা কক্ষে রয়েছেন। কারও সঙ্গে কথা বলছেন না। ছোট দুই ছেলেকে সামলাচ্ছেন স্বজনরা।
নিহত ফাতেমার বাবার মামাতো ভাই সৈয়দ নোমান হোসেন বলেন, দুর্ঘটনার সময় আমি মাইলস্টোন স্কুলের কাছেই ছিলাম। খবর শুনে আমিসহ অনেকেই উদ্ধার কাজে অংশ নিই। আমি তখনও জানতাম না আমার ভাতিজি ওখানে নিহত হয়েছে। পরে হাসপাতাল থেকে তার লাশ শনাক্ত করি। সকালে গ্রামে এনে দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত ফাতেমার ফুফু ইয়াসমিন আক্তার বলেন, ফাতেমা ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ত। দুর্ঘটনার পর আমরা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, পরবর্তীতে আমরা ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওকে খুঁজে পাই। এরপর ওখানে থেকে আমরা রাত ৩টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেই।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই ওর স্বপ্ন ছিল যে ডাক্তার হবে, আমাদেরও স্বপ্ন ছিল যে ফাতেমাকে ডাক্তার বানাবো কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। ছোট বেলা থেকে ও ছিল আমাদের সবার চোখের মনি । কালকে ওর স্কুলটা ছুটি হয়ে গেছিল কিন্তু ও কোচিংয়ের জন্য ওয়েট করতে ছিল । আজকে সে লাশ হয়ে বাড়িতে এলো আমরা আসলে কীভাবে যে বলব বুঝতে পারছি না আমাদের বলার আর ভাষা নাই।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন হতাহত হন। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এমআরএম