নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী ঘাটে চাড়ালকাটা নদীর ওপর নির্মিত ১৪০ মিটার দীর্ঘ ব্রিজটি তীব্র স্রোতের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্রিজের দুপাশের অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে মুশরুত পানিয়ালপুকুর গ্রামের বেলতলী ঘাটে চাড়ালকাটা নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানান, এটি নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছর বর্ষা এলেই একই জায়গায় ধস দেখা দেয়, কিন্তু স্থায়ী সমাধান নেওয়া হয়নি।
মুশরুত পানিয়ালপুকুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া বলেন, ‘ভাই, আপনারা তো জানেন, এর আগেও তিন-চারবার এই জায়গাটায় ধস হয়েছিল। এবারও যদি সময়মতো বালুর বস্তা না ফেলাতো, তাহলে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যেতো। ’
নিতাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু বলেন, ব্রিজের ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, বেলতলী ঘাটের ব্রিজটি এখনও ঝুঁকিপূর্ণ। টানা বৃষ্টি হলে আবারও ধস নামতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, ব্রিজের দক্ষিণ পাশে তীব্র স্রোতের কারণে মোকা (ব্রিজের গোড়ায় থাকা ব্লক) ধসে পড়ে সংযোগ সড়কটি আড়াআড়িভাবে ভেঙে গিয়েছিল। দ্রুত গিয়ে বালুর বস্তা ফেলে সাময়িক মেরামত করে চলাচল স্বাভাবিক করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য বিষয়টি জেলা প্রশাসককে (ডিসি) জানানো হয়েছে।
এসআরএস