লক্ষ্মীপুরে পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাকিব (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তসলিম (৩২) নামে আরেকজন।
বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের নতুন মহিলা কলেজ সংলগ্ন জনকল্যাণ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে। আহত তসলিম ৪ নম্বর ওয়ার্ডের আতর আলীর ছেলে, তাকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, জনকল্যাণ সড়ক থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক মজুচৌধুরীর হাট সড়কে উঠলে সেটিকে চাপা দেয় পিকআপভ্যান। এতে ইজিবাইক যাত্রী রাকিব ঘটনাস্থলেই নিহত এবং তসলিম আহত হন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপভ্যানটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।
এসআরএস